উবারে ঘন্টাভিত্তিক রাইড বুকিং সুবিধা

৩১ মে, ২০২০ ০০:২৮  
যাত্রীরা যাতে তাদের প্রয়োজনীয় কাজগুলো সেরে পুনরায় একই গাড়িতে গন্তব্যে পৌঁছাতে পারেন তার জন্য ঘন্টাভিত্তিক রাইড বুকিং সুবিধা আনছে উবার। চলমান করোনাভাইরাস মহামারিতে আপাতভাবে যুক্তরাষ্ট্রের কিছু শহরের জন্য এই সুবিধা চালু করা হচ্ছে। খবর রয়টার্স। সুধিাটি ইতিমধ্যে অস্ট্রেলিয়া, আফ্রিকা, ইউরোপ এবং মধ্যপ্রাচ্যে চালু আছে, যেখানে প্রতি ঘন্টায় গ্রাহককে ৫০ ডলার ফি দিতে হয়। অন্যদিকে সাধারণ রাইডের ক্ষেত্রে চাহিদা এবং দূরত্বের ভিত্তিতে নির্ধারণ করা হয়। এই সুবিধার ফলে বাজার করা, ফার্মেসিতে যাওয়া এবং ডাক্তার দেখানোসহ প্রয়োজনীয় কাজগুলো করতে পারবেন যাত্রীরা, এমনটাই মনে করছে উবার। যদিও সামনে বিশ্বের অন্যান্য দেশে এটি চালু করা হবে কিনা সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি। ডিবিটেক/বিএমটি